
অনলাইনে দায়িত্বজ্ঞানহীন আচরণ জাতীয় নিরাপত্তা ও আইনগত জটিলতার কারণ হতে পারে—এমন সতর্কবার্তা দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সচেতন হতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ যথাযথভাবে মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত আইন ও নির্দেশিকা বর্তমানে কার্যকর রয়েছে। এসব বিধান অমান্য করা হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই সঙ্গে অনেক ক্ষেত্রে বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।
এই প্রেক্ষাপটে মাউশির আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট আইন ও নির্দেশিকা অনুসরণ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার স্পেসে দায়িত্বহীন আচরণ, বিভ্রান্তিকর বা রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত করার পাশাপাশি আইনগত সমস্যার সৃষ্টি করতে পারে। এ কারণে অনলাইন কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে