
যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় তুলেছে এক ভাইরাল ভিডিও, যেখানে এক উবার চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যাত্রীর ওজন বেশি হওয়ার কারণে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানানোর। শুধু তাই নয়, ঘটনাক্রমে ওই চালক যাত্রীকে বন্দুক দেখানোর হুমকিও দিয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভিডিওটি প্রকাশ করেছেন মাইকেল নামের এক জনপ্রিয় টুইচ স্ট্রিমার। এক্স-এ নিজের হ্যান্ডেল @FattyMcFatFuh থেকে তিনি ২১ অক্টোবর ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশনে মাইকেল লিখেছেন, “আমি মজা করছি না; আমার উবার চালক বলেছে, আমি নাকি এত মোটা যে সে আমাকে নিতে পারবে না, তারপর বলেছে আমার দিকে বন্দুক তাক করবে।” ভিডিওটি ইতোমধ্যে ৫ কোটিরও বেশি বার দেখা হয়েছে।
টুইচে ৬০ হাজারের বেশি অনুসারী থাকা মাইকেল ‘কল অব ডিউটি’ গেম খেলার জন্য পরিচিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাইকেল চালককে বলছেন, “আমি তোমাকে রেকর্ড করছি, তুমিই বললে আমি তোমার গাড়ির জন্য অনেক বড়।” তখন চালক উত্তর দেন, “এটা আমার গাড়ি।” মাইকেল জবাবে বলেন, “এটা তোমার গাড়ি নয়, আমি তোমার গাড়ির জন্য বড় নই।” এরপর বাকবিতণ্ডা চরমে পৌঁছালে চালক বলেন, “তুমি চাও আমি তোমার দিকে বন্দুক তাক করি?” এই কথা শুনে মাইকেল দ্রুত গাড়ি থেকে নেমে যান।
ঘটনা জানাজানি হওয়ার পর উবার কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সংশ্লিষ্ট চালককে স্থায়ীভাবে প্ল্যাটফর্ম থেকে বরখাস্ত করা হয়েছে। উবারের এক মুখপাত্র বলেন, “উবার ব্যবহার করার সময় প্রত্যেকেরই নিরাপদ, সম্মানজনক এবং স্বাচ্ছন্দ্যবোধ করার অধিকার রয়েছে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি শরীরের গঠনকে কেন্দ্র করে বৈষম্যের বিষয়টি আবারও সামনে এনেছেন।