
আফগান সীমান্তবর্তী পাকিস্থানের পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় স্বর্ণের বিশাল এক মজুদের সন্ধান পাওয়া গেছে। যার বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।
সোমবার (৫ নভেম্বর) পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, স্বর্ণের এই মজুদের মাধ্যমে পাকিস্তান তার সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবে। ইতোমধ্যেই খনি উন্নয়নের জন্য দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও বিষয়টি জানানো হয়েছে।
স্বর্ণ উত্তোলনের বিষয়ে তিনি আরও বলেন, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই খাইবার পাখতুনখোয়ার তারবেলা এলাকার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।
বিশ্লেষকদের ধারণা এই আবিষ্কার পাকিস্তানের জন্য অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে এবং আন্তর্জাতিক বিনিয়োগের দিকে দৃষ্টি আকর্ষণ করবে।