
সাম্প্রতিক বিক্ষোভের পর জাতিসংঘে রাশিয়ার সমর্থনের জন্য শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই তথ্য তাদের প্রেস অফিস থেকে জানানো হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পরদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান রাশিয়ার অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, “ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট।”
এর আগে, নিউইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ইরান বিষয়ক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতিতে “উত্তেজনা উসকে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর” জন্য সরাসরি দায়ী।