‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা
- মনারুল ইসলাম
- প্রকাশঃ ০৪:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে বায়তুল মোকাররম এলাকা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কয়েক হাজার মানুষ সমবেত হয়।
এতে ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন তারা। এছাড়াও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে নিরীহ ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। অনেকে প্রতীকী লাশ বহন করেন।
এসময় ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেন, বর্তমান পরিস্থিতিতে জিহাদ বিষয়ক মাসালাহ সুস্পষ্ট করতে হবে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জিহাদ ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই। ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে আমেরিকাসহ পশ্চিমারা। তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সব সময় আমরা সাপের লেজ নিয়ে নাড়াচাড়া করছি। কিন্তু মাথার কাছে কেউ যাচ্ছি না। আমরা মনে করি, ইসরায়েলের ক্ষেত্রে সাপের মাথা হিসেবে ভূমিকা রাখছে আমেরিকা।
ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই বিশ্ব মুসলিমের নির্যাতনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা সম্ভব হবে।
বক্তারা এক কোটি মুসলমানকে ফিলিস্তিনে পাঠানোর দাবি জানান। পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল শব্দটি আবারও সংযোজন করার আহ্বান জানান। উচ্ছেদ হওয়া ফিলিস্তিনদের পুনর্বাসনের উদ্যোগ নিতে ড. ইউনূসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সমাবেশ শেষে মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে যায়। সেখানে গিয়ে শেষ হবে বলে আয়োজকরা জানান।
সমাবেশে বক্তব্য রাখেন— জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আশরাফ আলী আকন, ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান, ইসলামি আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইউম, মাওলানা ইমতিয়াজ আলম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান মুজাহিদ, সাধারণ সম্পাদক মাওলানা মানছুর আহমেদ, বাংলাদেশ ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল সিরাজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ কাসেমী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক।