
বাংলাদেশে বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, তার নয়।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাকির নায়েককে বাংলাদেশে আনার বিষয়ে আগ্রহী একটি দল তার সঙ্গে সাক্ষাৎ করেছে। “জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটা দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। কোনো মেহমান দেশে আসবেন সেটা দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তবে তিনি আসবেন,” বলেন খালিদ হোসেন।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “এ বিষয়ে ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্তও আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এটার সঙ্গে কোনো আইন জড়িত কি না, বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি দেবেন কি না, ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার। আমার এখতিয়ারে আসে না।”
ধর্ম উপদেষ্টা জানান, পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। “কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জাকির নায়েকের সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের হাতে, ধর্ম মন্ত্রণালয় কেবল তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।