
দেশের বৃহত্তম বিলগুলোর একটি চলন বিলকে ঘিরে কৃষি, পরিবেশ ও মানুষের জীবিকা নিবিড়ভাবে জড়িত— উল্লেখ করে পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিলটিকে টিকিয়ে রাখতে হলে কার্যকর পানি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রকল্প’-এর উদ্বোধনী কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “চলন বিলের সঙ্গে কৃষিকাজ ও মানুষের জীবন-জীবিকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিলের জন্য এমন উদ্যোগ নিতে হবে, যাতে খাল খনন, রেগুলেটর পরিচালনা ও জীবিকা উন্নয়ন পরস্পরকে সহায়তা করে।”
তিনি আরও বলেন, “চলন বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব ও আবেগ যুক্ত। তাই বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে, ক্ষতিকর স্থাপনা শনাক্ত ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে।” স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়িত হলে চলন বিলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান। অনলাইনে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান এবং গবেষক তানভীর আহমেদ, যিনি কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।