
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দেখলেই তা বিশ্বাস করবেন না, শেয়ার করবেন না। আগে সেই তথ্যের সঠিকতা যাচাই করবেন। তথ্য সঠিক হলে তারপর তা শেয়ার করবেন।”
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, বাংলাদেশ বর্তমানে এক “সংকটময় পরিস্থিতির” মধ্য দিয়ে যাচ্ছে এবং আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও গণতন্ত্রের গতিপথ নির্ধারণ করবে। তিনি বলেন, নিজের দায়িত্বকে কেবল “চাকরি” বা “রুটিন কাজ” হিসেবে না দেখে তিনি এটিকে একটি “মিশন” ও “চ্যালেঞ্জ” হিসেবে গ্রহণ করেছেন।
তার ভাষায়, “ভবিষ্যতের জন্য কী বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কি না, সেই চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়।”
তিনি আরও বলেন, বর্তমান সংকটকালীন সময়ে প্রচলিত ধারা মেনে কাজ করলে চলবে না, বরং “দায়িত্বসীমার বাইরে গিয়ে কাজ করতে হবে।”
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করে সিইসি বলেন, “ভোটার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সবাই মিলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দেব।”
এবারের জাতীয় নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। সিইসি বলেন, এবার এমন উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে দায়িত্বপ্রাপ্তরাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও জানান, “আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন, তারা এ দেশের নাগরিক। তারাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এ ছাড়া প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন।”
ভোটকেন্দ্রে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে সিইসি বলেন, “তারা আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি। আগামী নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন, তাদের ওপরই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব।”
প্রশিক্ষণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশব্যাপী নেটওয়ার্ক কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে যেকোনো অপপ্রচার মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব জানান, নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। গত এক বছরে বাহিনীর সক্ষমতা বাড়াতে ১ লাখ ৪৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।