
বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের গভর্নর শেখ সাবাহ বাদের সাবাহ আল সালেম আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয় এই সৌজন্য সাক্ষাতে।