
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা নির্বাচন কমিশনের তালিকায় থাকা ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে রাজি আছে।
রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
জহিরুল হক মুসা বলেন, “গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ‘শাপলা কলি’সহ কয়েকটি নতুন প্রতীক সংযোজন করে গেজেট প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী এনসিপি আজ প্রতীক নির্বাচনের আবেদন জমা দিয়েছে। আমাদের প্রথম পছন্দ শাপলা, দ্বিতীয় সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি। যদি শাপলা কলি প্রতীক পাই, দল সেটি মেনে নেবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এনসিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন সিইসি। ইসির ব্যাখ্যায় বলা হয়েছে, নির্বাচনী বিধিতে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় সেটি কোনো দলকে দেওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে ‘শাপলা কলি’ নতুন প্রতীক হিসেবে সংযোজিত হয়। দীর্ঘদিন ধরেই এনসিপি ‘শাপলা’ প্রতীককে তাদের দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন দুইটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা জানতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।