
বিএনপি ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিউ মার্কেট থানার যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
আবেদনে অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট তথাকথিত ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এতে বিএনপির নেতারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে আবেদনকারী দাবি করেছেন।