
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, এবার জিয়া পরিবারের বাইরে দলের কোনো নেতা দুই আসনে প্রার্থী হচ্ছেন না।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার পর তিনি এ তথ্য জানান।
ড. খন্দকার মোশাররফ বলেন, “এবার কোনো পরিবার থেকে দুইজন নির্বাচনে অংশ নেবে না। স্থায়ী কমিটির কোনো সদস্যের সন্তান এবার নির্বাচনে অংশ নিচ্ছে না।”
তিনি আরও জানান, যেসব আসনের প্রার্থী এখনও ঘোষণা হয়নি, সেগুলিতে বিএনপির প্রার্থী দেওয়া হবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের অংশীদারদের থেকেও কিছু আসনে প্রার্থী আসতে পারে।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য দুই আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ ও তার ছেলে মারুফ হোসেন, মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজ আব্বাস এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে এবারের প্রাথমিক তালিকায় জিয়া পরিবারের বাইরে ওই ধরনের দুই আসনের মনোনয়ন কেউ পাননি। গয়েশ্বর চন্দ্র রায় ও তার স্ত্রী নিতাই রায় চৌধুরীও ২০১৮ সালে দুই আসনের মনোনয়ন পেতেন, কিন্তু এবার তাদের নাম সম্ভাব্য তালিকায় নেই।