
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত রয়েছেন।