
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রায় ৩০ লাখ অনুসারীর একটি অফিসিয়াল ফেসবুক পেজ অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসংক্রান্ত পোস্ট ও ভিডিওতে সংঘবদ্ধভাবে রিপোর্ট দেওয়ার কারণেই তার অফিসিয়াল পেজটি সরিয়ে নেওয়া হয়েছে।
পোস্টে যুক্ত একটি স্ক্রিনশটের ক্যাপশনে তিনি লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’

এ ছাড়া তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার ফেসবুক পেজের লিংক ছড়িয়ে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয় এবং হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওর সবগুলোতেই স্ট্রাইক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেন।