
প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। তবে তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে সফরকারীদের ভাগ্য বদলেছে। ভারত অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে।
রোববার (২ নভেম্বর) হোবার্টে টস জিতে ব্যাটিংয়ে পাঠানো অস্ট্রেলিয়া শুরুতেই দুই উইকেট হারায়। এরপর মিচেল মার্শ ও টিম ডেভিড ৫৯ রানের জুটি গড়ে দলের চাপ সামলান।
৭৩ রানে মার্শ ১৪ বলে ১১ রানে আউট হন। এরপর অস্ট্রেলিয়া আরও দুটি উইকেট হারায়। তবে ডেভিড ৮ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার বিদায়ের পর মার্কাস স্টোনিয়াস ৮ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৬৪ রান যোগ করেন। শেষদিকে ম্যাথু শর্ট ১৫ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখেন। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং নেন ৩টি উইকেট।
১৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই দুই উইকেট হারায়। অভিষেক শর্মা ২৫ ও শুভমান গিল ১৫ রান করে ফেরেন। দলের চাপ আরও বাড়ে, যখন ৭৬ রানে তৃতীয় উইকেটও পড়ে। সূর্যকুমার ১১ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এরপর অক্ষর প্যাটেল (১৭) ও তিলক ভর্মা (২৯) মিলে হাল ধরে রাখেন। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ২৩ বলে ৪৯ ও জিতেশ শর্মা ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন, যার ফলে ভারত ৫ উইকেটে জয় নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস নেন ৩ উইকেট।
ভারতের এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরে, এবং চতুর্থ ম্যাচে উত্তেজনা আরও বাড়বে।