
মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, এপ্রিলে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য তাকে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফাহিম বলেন, "২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য ওডিআই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, তাই ফিজকে অল্প সময়ের জন্য ফেরানো হবে।"
তিনি আরও যোগ করেন, "ফ্রাঞ্চাইজি ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। যেমন রিশাদ এখন বিগব্যাশে খেলছে। এ ধরনের সুযোগ আসলে আমরা ক্রিকেটারদেরকে ছাড় দেবো।"
আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হবে আইপিএলের ১৯তম আসর। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, যদিও সূচি এখনো চূড়ান্ত হয়নি। সফরে দুই দল তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।