
বরাবরই ফুটবল পাগল দেশ বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ এলে তার প্রমাণ পাওয়া যায়। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উন্মাদনা সারা বিশ্ব দেখেছে। বিশ্বকাপে নিজ দেশকে নিয়ে এমন আনন্দ-উল্লাস কবে করতে পারবে সেটার হিসাব অবশ্য কেউ জানেন না।
খেলোয়াড়দের সঙ্গে শুধু স্বপ্নই বুনছেন ভক্ত-সমর্থকরা। গত পরশু বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখে যেমন স্বপ্নের কথা জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামালের বিশ্বাস একদিন লাল-সবুজের দেশও বিশ্বকাপে খেলবে। ফিফাও তেমনি মনে করে, বিশ্বকাপে সুযোগ পাবে বাংলাদেশ। সামাজিক মাধ্যমে এক ভক্ত ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রশ্ন রেখেছিল, বাংলাদেশ কি কখনো খেলার সুযোগ পাবে?
প্রশ্নের জবাবে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘অবশ্যই, ফিফা বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ। ফিফার লক্ষ্যই হচ্ছে—বাংলাদেশসহ অন্যা যেন প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে। আগামী বছরের বিশ্বকাপে বেশ কয়েকটি নবাগত দলকে দেখা যাবে যারা আগে কখনো অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ থেকে কুরাসাও রয়েছে।
উজবেকিস্তান-জর্ডানও প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে।’ আগামীতে তাই বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে মুখিয়ে আছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেছেন, ‘ফুটবলের দারুণ এক দেশ বাংলাদেশ। সেখানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। অবশ্যই একটি সুযোগ আছে।
বাংলাদেশ ফুটবল প্রতিভাদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে। আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে মুখিয়ে আছি।’