
চলতি জুলাই মাসের মধ্যেই নির্দিষ্ট রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো না গেলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐকমত্যের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশনের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত মৌন মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন তিনি।
সালাহউদ্দিন বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করে পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা করছে, যাতে তারা ফায়দা তুলতে পারে। এই অপচেষ্টা আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ তৈরি করছে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থাকে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি কিংবা শুধুমাত্র স্থানীয় পর্যায়ে সীমিত রেখে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। যারা একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখন তারাই রাজনীতিতে নতুন করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
বিএনপি নেতা সতর্ক করে বলেন, এই ষড়যন্ত্র রুখতে জনগণকে সংগঠিত হতে হবে এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র রক্ষার লড়াই জারি রাখতে হবে।