
বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি ইতিবাচকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়েই কাজ করছে, তবে দেশের বাইরে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় অনেক শক্তিশালী।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আর্থিক খাতে স্বচ্ছতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নানা সীমাবদ্ধতা নিয়ে কাজ করছে। ভালো-মন্দ দুটোই আছে। তবে দেশের বাইরে আমাদের ভাবমূর্তি অত্যন্ত ভালো।
সেমিনারে অংশ নিয়ে সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়।
পরে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্দেশ্যে ইআরএফ ইনস্টিটিউট-এর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।