
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি পুরোপুরি গুজব। সীতাকুণ্ড উপজেলা প্রশাসনেরও চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। এটি ফেসবুকের একটি মনগড়া স্ট্যাটাস থেকে ছড়ানো বিভ্রান্তি মাত্র।”
ধর্ম উপদেষ্টা বলেন, “মসজিদ যদি বানাতে হয়, তাহলে তা মুসলিম অধ্যুষিত এলাকায় বানাতে হয়। পাহাড়ের চূড়ায় মসজিদ বানালে নামাজ পড়তে যাবে কে? ওখানে তো মুসলিম বসতিও নেই।”
তিনি আরও বলেন, “সরকার কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন পদক্ষেপ নেবে না। চন্দ্রনাথ পাহাড়ের পবিত্রতা ও ঐতিহাসিক মূল্য রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রতিবছর দেশ-বিদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এখানে আসেন। তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন, সেজন্য সরকার অত্যন্ত সতর্ক ও সচেতন।”
ধর্ম উপদেষ্টার ভাষায়, “প্রত্যেকে তার নিজ ধর্ম পালন করবে। এক ধর্মের উপাসনালয়ের পাশে অন্য ধর্মের উপাসনালয় তৈরি হলে সেখানে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। সহাবস্থান, সহমর্মিতা ও সহনশীলতাই আমাদের রাষ্ট্রের মূলনীতি।”