
অপ্রয়োজনীয় এবং অযথা স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’ (বিপিএইচসিডিওএ)। এটি ছিল নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান।
ড. আসিফ নজরুল বলেন, “বিদেশি চিকিৎসা নেওয়ার প্রবণতা বন্ধ করেন। দেশের চিকিৎসকদের ব্যবহার ভালো করেন। রোগীদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার বন্ধ করেন।”
তিনি বলেন, “আমার বাসার একজন কাজের লোক কিছু দিন আগে চিকিৎসক দেখাতে গিয়েছিল। তাকে ১৪টা পরীক্ষা দেওয়া হয়েছে। পরে সে গ্রামে গিয়ে এক চিকিৎসকের কাছে গিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা না করেই সুস্থ হয়ে গেছে।” তিনি চিকিৎসকদের অপ্রয়োজনীয় ওষুধ না লেখার অনুরোধও জানান।