
দেশজুড়ে কয়েকদিন ধরে বৃষ্টি কম থাকায় তাপমাত্রা বেড়ে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তবে স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা ও বরিশালের দু-একটি স্থানে একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও নামতে পারে।
শনিবারের আবহাওয়া প্রায় একই রকম থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ ধারা রোববার ও সোমবারও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “আগামী ৯ সেপ্টেম্বরের পর দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর আগে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে না, সেসব অঞ্চলে গরম বেশি থাকবে।”