
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক অভিযানে নানা অপরাধে জড়িত ১৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মঙ্গলবার (৫ আগস্ট) দিনভর এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (৬ আগস্ট) বিকেলে এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। অভিযানে ধৃতদের কাছ থেকে দুটি ধারালো চাপাতিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) এবং নয়ন ইব্রাহিম খলিল (১৯)।
অন্যদিকে আদাবর থানা পুলিশের পৃথক অভিযানে ওইদিনই আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজিব (১৮) ও মো. রাসেল (২৭)।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ নিয়মিত মামলার আসামি, কেউ পরোয়ানাভুক্ত এবং কেউ বিভিন্ন অপরাধে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।