
চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাজসিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। আনুষ্ঠানিক এই কুচকাওয়াজের মাধ্যমে নতুন ২০৪ অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএমএ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানের তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখানো ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
নবীন অফিসারদের উদ্দেশে সেনাবাহিনী প্রধান বলেন, “শপথ নেওয়ার মধ্য দিয়ে সদ্য কমিশন পাওয়া অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।” তিনি সেনাবাহিনীকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও যুদ্ধ-প্রস্তুত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে সফল আয়োজনের জন্য একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট অফিসার, জেসিও, এনসিও, সৈনিক ও অসামরিক কর্মীদের ধন্যবাদ জানান।
কঠোর প্রশিক্ষণ শেষে কমিশন পাওয়া ক্যাডেটদের মধ্যে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১৮৪ জন এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সে ২০ জন রয়েছেন। এদের মধ্যে মোট ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা অফিসার।
আইএসপিআর জানায়, কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেছেন। পাশাপাশি সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তিনি ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ও লাভ করেন।
অনুষ্ঠান শেষে ক্যাডেটরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ নেন। পরে ক্যাডেটদের অভিভাবক ও অতিথিরা নবীন অফিসারদের কাঁধে র্যাংক-ব্যাজ পরিয়ে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেন।