
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ক্লাসরুমে আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলিম দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন ও জান্নাতুল মাওয়া। বুধবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আলিম দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর অনুমতিক্রমে নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের নিয়ে ১১ আগস্ট সোমবার জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরদিন সোমবার মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন মোল্লার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অধ্যক্ষ দেলোয়ার হোসাইন মোল্লা জানান, “পরিস্থিতি ও প্রমাণ বিবেচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় চার শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।”