
জুলাই গণঅভ্যুত্থানের পেছনে নেতৃত্ব দিয়েছে দেশের সাধারণ জনগণই এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তি নিজস্ব সিদ্ধান্তে সেখানে এসেছিল। তাদের কেউ বাধ্য করেনি প্রত্যেকেই ছিলেন নিজ নিজ জায়গায় নেতা। মানুষ সহ্য করতে পারেনি বলেই রাস্তায় নেমেছিল।
তিনি আরও বলেন, “সরকারের আচরণ দেখে মনে হতো দেশের সম্পদ যেন কারও ব্যক্তিগত মালিকানাধীন। ভারতের প্রতি কিছু দান করে তা ভুলতে না পারার যে বক্তব্য এসেছে, সেটিও ছিল একক মালিকানার মানসিকতার প্রতিফলন। এমনকি দেশের মানুষ ও মন্ত্রীদের পর্যন্ত কৃতদাসের মতো আচরণ করা হতো।
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, যখন সীমান্তে কেউ নিহত হতো, তখন সরকারের পক্ষ থেকে বলা হতো গরু চোরাচালানে গিয়ে মারা গেছে। এমন প্রতিক্রিয়া দেশের জনগণের জন্য অপমানজনক ছিল। আমাদের নদী পথ পর্যন্ত অন্য দেশের ট্রাক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এসব কীভাবে সহ্য করবে মানুষ?
আসিফ নজরুল জানান, গত ১৫ বছর ধরে এসব অন্যায়ের বিরুদ্ধে তিনি লেখালেখি করে যাচ্ছেন। “আমি চুপ করে থাকতে পারিনি, জানিয়ে তিনি বলেন, মানুষের ঘুম ভাঙাতে লেখাই ছিল আমার প্রতিবাদ।
তিনি বলেন, এই জনগণের জেগে ওঠাই ছিল জুলাই গণ-অভ্যুত্থানের আসল শক্তি, যেখানে কোনো নির্দিষ্ট নেতৃত্ব নয়, বরং মানুষের অনুভব থেকেই বিপ্লবের জন্ম হয়েছে।