
ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আবারও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে কিয়েভের সেনারা। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে অন্তত ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় মস্কো।
রুশ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুধু ব্যাটলগ্রুপ নর্থের সেক্টরে ১৩৫ জন, ওয়েস্টে ২৩০ জনেরও বেশি, সাউথে ২০০ জনেরও বেশি, সেন্টারে ৪৫০ জনেরও বেশি, ইস্টে প্রায় ২২৫ জন এবং ডনেপ্র এলাকায় অন্তত ৬০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আলেক্সেয়েভকা, ভারাচিনো, মোগ্রিতসা, প্রোলেতারস্কয় ও ইউনাকোভকা অঞ্চলে ইউক্রেনের তিনটি যান্ত্রিক ব্রিগেড, একটি বিমানবাহিত আক্রমণ ব্রিগেড এবং একটি আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটকে রুশ সেনারা পরাজিত করেছে। এছাড়া খারকিভ অঞ্চলের ভোলচানস্ক ও উদি এলাকায় একটি মোটরচালিত পদাতিক ব্রিগেড ও একটি আক্রমণ রেজিমেন্টের ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংঘাতে ইউক্রেনীয় সেনারা একটি সাঁজোয়া যুদ্ধযান, ১১টি গাড়ি ও একটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। ধ্বংস হয়েছে একটি রেডিও-ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন, দুটি গোলাবারুদ ডিপো এবং আটটি সরঞ্জাম গুদাম।
এছাড়া ব্যাটলগ্রুপ ওয়েস্টের সেনারা পাঁচটি সাঁজোয়া যান, ১৫টি গাড়ি ও দুটি আর্টিলারি বন্দুক ধ্বংস করেছে। ধ্বংস করা হয়েছে নয়টি ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র ও পাঁচটি গোলাবারুদ ডিপো।
ব্যাটলগ্রুপ সাউথের সেনারা কৌশলগত অগ্রগতি বজায় রাখার পাশাপাশি দুটি সাঁজোয়া যুদ্ধযান, ছয়টি গাড়ি ও তিনটি আর্টিলারি বন্দুক ধ্বংস করেছে যার মধ্যে দুটি পশ্চিমা তৈরি। এখানে আরও দুটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন, একটি গোলাবারুদ ডিপো ও একটি সরবরাহ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
অন্যান্য ফ্রন্টেও ইউক্রেনীয় সেনাদের একাধিক সাঁজোয়া যান, রাডার সিস্টেম, সরঞ্জাম গুদাম ও ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র ধ্বংসের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।