
সিলেটে ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে প্রদর্শিত হয়েছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।
বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে সিটির সোবহানীঘাট এলাকার ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বোর্ডে এ লেখা ভেসে ওঠে বলে জানিয়েছেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিএমএস কর্নেল (অব.) ডাক্তার রুকনুল ইসলাম চৌধুরী।
স্থানীয়রা জানায়, গভীর রাতে ডিজিটাল সাইনবোর্ডটিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখতে পান তারা। বেশ কয়েক মিনিট এই স্লোগানটি প্রদর্শিত হলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন।
পরে বিষয়টি জানতে পারলে হাসপাতাল কর্তৃপক্ষ ডিজিটাল বোর্ডটির বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।
পরে রুকনুল ইসলাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বৃহস্পতিবার আনুমানিক রাত ১টায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নবনির্মিত ওভারব্রিজে স্থাপিত এলইডি বোর্ডে হাসপাতালের নীতি ও মূল্যবোধের পরিপন্থী একটি বিতর্কিত রাজনৈতিক শ্লোগান প্রদর্শিত হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে।’
এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে সিলেট ইবনে সিনা হাসপাতালের পরিচালক ডাক্তার মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রুকনুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে আশ্বস্ত করতে চায় যে, এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’