
লেবাননের দক্ষিণাঞ্চলের তুল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে, যা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়। আল জাজিরাকে দেওয়া এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি গাড়িটির দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে সরাসরি আঘাত করে। এতে গাড়িতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে দগ্ধ হন।
এর আগের দিন বৃহস্পতিবারও লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকেই ইসরায়েল প্রায় প্রতিদিনই সেই চুক্তি ভঙ্গ করছে।