
ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি বাহিনী ধারাবাহিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা যেন হয়ে উঠেছে ফিলিস্তিনি মানুষের জন্ম-মৃত্যুর নিয়ন্ত্রক। এমনকি ইসরায়েলি দখলদার নাগরিকেরাও এই নৃশংস আগ্রাসনের সহযোগী। এবার পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত ফিলিস্তিনি নাগরিকের ওপর গাড়ি চালিয়েছেন একজন ইসরায়েলি সৈন্য।
ঘটনাটি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঘটেছে এবং এর একটি ফুটেজ রয়টার্সের হাতে এসেছে। ফুটেজে দেখা গেছে, বেসামরিক পোশাক পরা একজন ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে গাড়ি চালাচ্ছেন। এ সময় রাস্তার পাশে নামাজরত ওই ব্যক্তির ওপর ‘অফ-রোড’ গাড়িটি উঠে যায়। ঘটনার পর ফিলিস্তিনি ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে তিনি অক্ষত ছিলেন এবং বর্তমানে বাড়িতে আছেন।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাড়ি চালানো ব্যক্তি একজন রিজার্ভ সৈন্য। তাকে সামরিক দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে, ঘটনার পর ওই সৈন্যকে গৃহবন্দী রাখা হয়েছে। ইসরায়েলি পুলিশ এখনও রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক হামলার ঘটনা এ বছরের মধ্যে কয়েকগুণ বেড়েছে। ২০২৩ সালের ১৭ অক্টোবর থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।