
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাতিল করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগে ভোট শুরু সংক্রান্ত সিদ্ধান্ত প্রিজাইডিং কর্মকর্তারই চূড়ান্ত ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের ভিত্তিতে তা সংশোধন করা হয়েছিল। এখন আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বেসর্বা হবেন।”
তিনি আরও জানান, ভোটকক্ষে সাংবাদিকসহ অন্যান্যদের থাকার সময় নির্ধারণের ক্ষমতাও প্রিজাইডিং অফিসারকে দেয়া হয়েছে। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন, এবং মোট খরচের সীমা রাখা হয়েছে সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে।
ইসি সানাউল্লাহ বলেন, “হলফনামায় কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিলে তা নির্বাচিত হওয়ার পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হলে ওই সংসদ সদস্যের প্রার্থিতা বাতিল ও খারিজ হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, ‘না’ ভোটের বিধান শুধুমাত্র একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকবে না। পাশাপাশি ফলাফল বাতিলের ক্ষেত্রে কমিশনের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।