
কক্সবাজারের রামুতে ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করা হয়।
আটক নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে। চেকপোস্টে দায়িত্বরত জাওয়ানদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তিকর তথ্য দিলে মোটরসাইকেলটি তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
৩০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সব সময় সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। সীমান্ত এলাকা থেকে মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”