মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের প্রথম শহর হিসেবে ২০২৬ সালের শুরু থেকেই চালু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)-এর শীর্ষ কর্মকর্তা আহমেদ হাশিম বাহরোজিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গালফ নিউজকে বলেছেন, “আমাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। আশা করছি ২০২৬ সালের জানুয়ারিতে দুবাইয়ে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে পারব। বিশ্বের প্রথম শহর হিসেবে এই পরিষেবা চালু হবে দুবাইয়ে।”
উড়ন্ত ট্যাক্সির প্রকৃত নাম ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট (ইভিটিওএল)। তবে সাধারণত এটি এয়ার ট্যাক্সি হিসেবে পরিচিত।
বাহরোজিয়ান জানান, “যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান পরিষেবা সংস্থা জোবি এভিয়েশনের সঙ্গে ২০২৪ সালে আমাদের একটি চুক্তি হয়েছিল। সেখানে আমরা উড়ন্ত ট্যাক্সি তৈরি করে দেওয়ার জন্য জোবি এভিয়েশনকে ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছিলাম। এই সময়সীমার অনেক আগেই জোবি এভিয়েশন এই ট্যাক্সি তৈরি করে ফেলেছে।”
জোবি এভিয়েশনের তৈরি এই ট্যাক্সিগুলো সম্পূর্ণ বৈদ্যুতিক, একবার চার্জে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রা করতে সক্ষম। প্রতিটি ট্যাক্সিতে সর্বোচ্চ চার জন যাত্রী, একজন পাইলট এবং একটি লাগেজ বহন করা যায়।
ট্যাক্সিগুলোর ছয়টি প্রপেলার থাকে এবং হেলিকপ্টারের মতো উড্ডয়ন ও অবতরণ করলেও শব্দের মাত্রা হেলিকপ্টারের তুলনায় ১০০ গুণ কম, জানিয়েছেন বাহরোজিয়ান।
সূত্র: গালফ নিউজ