রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে তার পাকস্থলীর (ইস্টোমা) ভেতরের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। সন্ধ্যার পর তার আরও একটি ছোট অস্ত্রোপচারও করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে অত্যন্ত সতর্কতার মধ্যে এন্ডোস্কোপির কাজ সম্পন্ন করা হইয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, "চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে ম্যাডামের (খালেদা জিয়া) এন্ডোস্কোপি করা হয়েছে। প্রক্রিয়াটি সফল হয়েছে এবং এর মাধ্যমে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গেই সম্পন্ন করেছেন বিশেষজ্ঞরা।"
হাসপাতালের একটি সূত্র জানায়, এন্ডোস্কোপির কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে খালেদা জিয়ার আরেকটি মাইনর অপারেশনও সম্পন্ন হয়েছে।
সূত্রটি আরও জানায়, রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়নে বৈঠকে বসবে। সেই বৈঠকে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় উঠতে পারে।