ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি গ্রাউন্ড হ্যান্ডলিং ভুলের কারণে এআই ২৩৮ ফ্লাইট বাতিল করতে হয়েছে। ফ্লাইটটি রাত সাড়ে ৯টায় ১২৬ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
শনিবার (১৪ নভেম্বর) রাতের বেলা এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীরা ফ্লাইটে ওঠার পর দরজা বন্ধ করা হয়। তখন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার এক কর্মকর্তা পুশকার্ট ব্যবহার করে এয়ারক্রাফটের সামনের চাকায় ধাক্কা দেন। বড় ধাক্কা লাগার কারণে চাকাটি ভেঙে যায় এবং বিমানকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। পরে যাত্রীদের নামিয়ে নিকটস্থ হোটেলে পাঠানো হয়। রবিবার সকালে কিছু যাত্রী মুম্বাই যাওয়ার ফ্লাইটে পাঠানো হয়েছে।
পাশাপাশি এয়ার ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটের জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানটি এখনও বে-এরিয়ায় পার্কিং অবস্থায় আছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুশকার্টের টুবার লেস ব্যবহার এবং রং এলাইমেন্টে ধাক্কা দেওয়াই এ ক্ষতির কারণ। তাদের মন্তব্য, এটি সম্পূর্ণভাবে চালকের দায়িত্বহীনতার কারণে ঘটেছে। মেরামতের জন্য বিমানটিতে কিছু সময় লাগতে পারে।
এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, “চালককে ইতোমধ্যেই বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং কারণ দর্শানো হয়েছে। সোমবার তাকে বরখাস্ত করা হবে। তবে এ ঘটনায় এয়ারক্রাফটের তেমন ক্ষতি হয়নি।”