
কড়াইল বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেন।
উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, ঢাকা জোন-২ এর উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা, সিনিয়র স্টেশন অফিসার তেজগাঁও মো. নাজিম উদ্দিন, ঢাকা-২৩ ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।
শাহজাহান শিকদার জানান, কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং আগামীর জন্য সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবে।