
রাঙামাটির কাপ্তাই হ্রদে ঘটে যাওয়া নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। দুর্গাপূজা দেখে ফেরার পথে ঝড়ের কবলে পড়া নৌকাডুবির তিনদিন পর শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের মহাজনপাড়া থেকে দীপেশ দেওয়ানের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন আগে বৃহস্পতিবার দুপুরে একই ঘটনায় নিখোঁজ হওয়া ডেনিজেন চাকমার মরদেহ ভেসে ওঠে নোয়াপাড়া এলাকায়।
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার জগন্নাথ মন্দির এলাকা থেকে ফেরার সময়। ঝড়ের কবলে পড়ে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়া এলাকায় একটি ছোট নৌকা ডুবে গেলে দুই ছাত্র নিখোঁজ হন। নৌকাটিতে মোট ছয়জন থাকলেও চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দীপেশ দেওয়ানের মরদেহ শুক্রবার সকাল ৮টার দিকে মহাজনপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে ভেসে ওঠে।” তিনি আরও জানান, “ডেনিজেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই হ্রদের নোয়াপাড়া এলাকায় ভেসে ওঠে, যা পরে স্থানীয়রা উদ্ধার করে।”
দুই যুবকই রাঙামাটির সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ডেনিজেন চাকমা অধ্যয়ন করতেন নানিয়ারচর কলেজে, আর দীপেশ দেওয়ান ছিলেন খাগড়াছড়ি কলেজের ছাত্র।