
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ল তিমুর লেস্তে। দেশটির হয়ে একই ম্যাচে মাঠে নেমেছেন বাবা ও ছেলে; যা ক্রিকেট ইতিহাসে এই প্রথম। ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার ইন্দোনেশিয়ার বিপক্ষে একসঙ্গে খেলেন।
গত মঙ্গলবার (৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচটি, তিমুর লেস্তের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচও ছিল। শুধু তাই নয়, ম্যাচে ব্যাটিংয়েও একসঙ্গে জুটি গড়ে এই ঐতিহাসিক মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলেন সুহাইল ও ইয়াহিয়া।
ক্রিকেটে পারিবারিক অংশগ্রহণের উদাহরণ আগেও দেখা গেছে। চলতি বছর সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলে মা-মেয়ে মেটি ফার্নান্দেস ও নেইনা মেটি সাজু একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি খেলেছিলেন।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার অধিনায়কত্বে মাঠে নামেন তেজনারাইন।
ক্রিকেট ইতিহাসে এমন নজির আরও আছে। চলতি বছর আফগানিস্তানের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হন অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।
তবে আন্তর্জাতিক অঙ্গনে বাবার সঙ্গে ছেলের একসঙ্গে মাঠে নামার ঘটনা এই প্রথম ঘটিয়ে ইতিহাসে নাম লিখল তিমুর লেস্তে।