
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় বসেছেন চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। দীর্ঘদিনের জটিল শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের পরামর্শ ও সহায়তা নেওয়ার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক দলের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
তিনি জানান, চীনা বিশেষজ্ঞ দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ চিত্র যাচাই করে প্রয়োজনীয় চিকিৎসার দিকনির্দেশনা নিয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। তাঁর ভাষায়, ‘চিকিৎসার জন্য কী কী জরুরি, কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে- এসব বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।’
লিভার, কিডনি ও হৃদ্রোগসহ একাধিক জটিলতা নিয়ে খালেদা জিয়া অনেক দিন ধরে চিকিৎসাধীন। নতুন করে বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় তাঁর চিকিৎসায় নতুন দিক উন্মোচিত হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।