
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকার ১২ নম্বর রোডের ব্লক-ই-এর শেষ প্রান্তে। গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়ামিন ভোলা জেলার লালমোহন থানার চরসাকিনা গ্রামের বাসিন্দা এবং মাহবুব মিয়ার ছেলে। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, স্থানীয়রা ছিনতাইকারী সন্দেহে দুজন অজ্ঞাত যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একজন মারা যান এবং অন্যজন এখনও চিকিৎসাধীন।