
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় দাওয়াত দিয়ে ৬ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা শেষে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কালিরবাজার এলাকায় অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে দাওয়াত পান ইউপি চেয়ারম্যানরা। সভা শেষে উপজেলা চত্বর ত্যাগ করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। ৬ চেয়ারম্যানের তিনজন বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এই ৬ জন চেয়ারম্যান ফুলছড়ি থানার অধীন একটি নাশকতা মামলার আসামি। পাশাপাশি অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জেলা সদরের কয়েকটি মামলায় তারা অজ্ঞাত আসামি হিসেবে থাকতে পারেন কি না, তা তদন্ত করে আদালতে পাঠানো হবে।