
গাজীপুরের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩২ বছরের বালু ব্যবসায়ী আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। অভিযোগ, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা না থাকলেও ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তার অফিস ঘিরে ফেলে এবং তাকে আটক করার চেষ্টা করে।
নিখোঁজ আমজাদ হোসেন টান কড্ডা কাঁঠালিয়া পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং দুই সন্তানের বাবা। তার স্বজনরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ৮-১০ জন আসা লোক মাইক্রোবাসে এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমজাদের অফিস ঘিরে ফেলে। যখন তারা তাকে গাড়িতে তোলার চেষ্টা করে, তখন আমজাদ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এরপর তাকে পেছন থেকে ধাওয়া করা হলে তিনি তুরাগ নদে ঝাঁপ দেন।
ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতভর তুরাগ নদে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আমজাদের বাবা ইদ্রিস আলী অভিযোগ করেছেন, “আমাদের ছেলে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ থেকে মাঝে মাঝে হয়রানির শিকার হচ্ছিল। শেষ পর্যন্ত তাদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়েছে।”
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানিয়েছেন, নিখোঁজের বিষয়টি স্বজনরা ফোনে জানিয়েছে এবং তারা সাধারণ ডায়েরি করার জন্য থানায় আসবেন। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে।
অন্যদিকে, গাজীপুর মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. আমির হোসেন বলেন, “ডিবি টিম প্রতিরাতে ছিনতাই প্রতিরোধের জন্য ওই এলাকায় থাকেন। গাড়ির চালক প্রস্রাব করার জন্য গাড়ি থেকে নেমেছিলেন, কিন্তু কোনো সদস্য নামেননি। গাড়ি দেখে আমজাদ দৌড়ে পালানোর চেষ্টা করায় নদীতে ঝাঁপ দেন; ডিবি সদস্যরা তাকে ধাওয়া করেনি।”