
রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তায় অসংখ্য গর্ত ও কার্পেটিং উঠে গিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলায় পড়ে থাকায় এবার অভিনব প্রতিবাদে সরব হয়েছেন এলাকাবাসী।
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাহিগঞ্জ সাতমাথা রেলগেট এলাকায় ভাঙাচোরা সড়কে প্রতীকী কফিন রেখে ‘গায়েবানা জানাজা’ পড়ানো হয়। মাদ্রাসাছাত্র রাহুল ইসলাম এই জানাজা পরিচালনা করেন। পরে বিক্ষোভকারীরা কফিন নিয়ে মিছিল বের করেন, যা সাতমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
সমাপ্তি সমাবেশে স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা রংপুর সিটি করপোরেশনকে ‘অকার্যকর’ ও ‘মৃত’ ঘোষণা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বহীনতার অভিযোগ তোলেন।
বিক্ষোভকারীরা বলেন, বহুদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে আছে। প্রতিদিন দুর্ঘটনার মুখে পড়ছে সাধারণ মানুষ। অনেকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানালেও রংপুর সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে তারা প্রশাসক শহীদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে অযোগ্য ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, সড়কটি সংস্কারের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।