
ভারতের গুজরাটের ভাবনগরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই নাটকে কয়েকজন ছাত্রীকে কালো বোরকা পরিয়ে সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করানো হয়।
ঘটনাটি গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খেলনা বন্দুক হাতে ছাত্রীদের অন্য সহপাঠীদের দিকে গুলি চালানোর ভান করতে। প্রায় পাঁচ মিনিটের এই নাটকে জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনাও তুলে ধরা হয় এবং পেছনে দেশাত্মবোধক গান বাজানো হয়।
এ নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাদের অভিযোগ, ছাত্রীদের বোরকা পরিয়ে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা মুসলমানদের অপমান করার সামিল।
কুম্ভরওয়াড়া এলাকার সমাজ নেতা জহুরভাই জেজা বলেন, “শিশুদের ব্যবহার করে মুসলমানদের বদনাম করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।”
তীব্র সমালোচনার মুখে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করে বলেন, “প্রতি বছর স্বাধীনতা দিবসে আমরা নাটক মঞ্চস্থ করি। এ বছর ‘অপারেশন সিন্দুর’ শীর্ষক নাটক উপস্থাপন করা হয়েছিল। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দেশপ্রেম জাগ্রত করা, কাউকে আঘাত দেওয়া নয়।”
ইতোমধ্যে শিক্ষা বিভাগ তদন্ত শুরু করেছে। ভাবনগর প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানিয়েছেন, “মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”