
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপির ভোট প্রচারণায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, এতে একজন নিহত হয়েছেন এবং ওই আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অন্তর্বর্তী সরকার এই ঘটনার নিন্দা জানায় এবং জানায়, হামলার মূল লক্ষ্য এরশাদ উল্লাহ ছিলেন না; ভ্রান্তবশত ছোড়া একটি গুলিতেই তিনি আহত হন।
সরকারের বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে।
এছাড়া সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি শান্ত ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়, আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বার্তায় আরও বলা হয়, সরকার তার পক্ষ থেকে দেশজুড়ে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভোটাররা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।