
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে জয় বলেছিলেন, কোনো অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। এখন একই কথা তারেক রহমানও বলছেন। জয়ের বক্তব্য ও তারেক রহমানের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে ফয়জুল করীম প্রশ্ন রেখে বলেন, “আপনারা এতদিন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেগুলো দক্ষিণপন্থিদের ভোট ছিল। এক সময় মৌলবাদীদের পক্ষে কথা বলেছেন, এখন কেন বিপক্ষে অবস্থান নিচ্ছেন? এতদিন মৌলবাদীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাদের দাবি কখনো বাস্তবায়ন করা হয়নি। কিন্তু এখন তারা তা বুঝতে শিখেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা প্রতিশ্রুতি পূরণ করেনি। প্রতিটি দল ক্ষমতায় যাওয়ার আগে ইশতেহার দিয়েছে, কিন্তু কোনো দলই তাদের ঘোষিত দফাগুলো বাস্তবায়ন করতে পারেনি। অথচ আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
মুফতি ফয়জুল করীম বলেন, দক্ষিণপন্থার উত্থান ঘটছে, মৌলবাদ শক্তি অর্জন করছে। গতকালই দেখলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্দিরে গিয়ে বক্তব্য দিয়েছেন। সেখানে ধর্মীয় প্রসঙ্গে ইসলামের শাসনের ব্যাপারে ইঙ্গিত করেছেন। আমি বলব, ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠিত হলে আশ্চর্যের কিছু নেই, বরং না হলে সেটাই আশ্চর্যের। এ সময় তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান।
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমাদ মানসুর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করা হয়।