
গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবারের মতো চীন সফর করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর নিরাপত্তা বিষয়ক বৈঠকে অংশ নিতে তিনি বেইজিং পৌঁছান।
সফরের অংশ হিসেবে সোমবার চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। বৈঠক শেষে হান ঝেং জানান, প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সময় এখনই। আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এই বৈঠকটি ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে হওয়া আলোচনার ধারাবাহিকতা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বৈঠকের পর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জয়শঙ্কর বলেন, “চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ ছিল। ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে। আশা করি, এই বৈঠক দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ আরও বাড়াবে।”
জয়শঙ্কর আরও বলেন, জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত ও চীন একে অপরের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা বিনিময় করাটা খুবই জরুরি। পাশাপাশি, তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতি ভারতের অবিচল সমর্থনের কথাও জানান।
দীর্ঘদিন পর উচ্চ পর্যায়ের এই সরাসরি কূটনৈতিক যোগাযোগকে ভারত-চীন সম্পর্কের বরফ গলানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গালওয়ানের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠকের তাৎপর্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।