
পাকিস্তান ও চীন দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি নতুন করিডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। চীন সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই তথ্য জানান।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করিডোরগুলো চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (CPEC) দ্বিতীয় পর্যায় ২.২ এর অধীনে বাস্তবায়িত হবে।
শেহবাজ শরীফ এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে এক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, কৃষি ও অন্যান্য খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় পক্ষ তাদের সম্পর্কের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সিপিইসি’র পরবর্তী পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগে, ২ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং শেহবাজের বৈঠকে দুই নেতা পাকিস্তান ও চীনের মধ্যে ‘লৌহ-দৃঢ়’ কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে সম্মত হন।
শেহবাজ শরীফ শিগগিরই চীনা পুঁজিবাজারে ‘পান্ডা বন্ড’ চালু করার পাকিস্তানের ইচ্ছার কথাও জানান। তিনি পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতার জন্য কৃষি, খনি ও খনিজ পদার্থ, বস্ত্র, শিল্প খাত এবং তথ্যপ্রযুক্তিকে অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের পক্ষ থেকে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভসহ বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করার শি জিনপিংয়ের উদ্যোগকে সমর্থন জানান।