
চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে নোয়াখালীজুড়ে রাতভর কঠোর তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১টার দিকে চৌমুহনী চৌরাস্তায় সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করছেন এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন।
তল্লাশির আওতায় রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল ও বাস। গাড়ির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের গন্তব্য ও উদ্দেশ্যও জানার চেষ্টা করছে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, “ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমরা বিভিন্ন উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। ইতোমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে জানানোর অনুরোধ করছি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জেলা পুলিশের তৎপরতায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কেউ অপরাধের সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, “অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা রাতভর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। তবে তল্লাশির সময় কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না। দ্রুততার সঙ্গে তল্লাশি শেষে তাদের গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। আমি নিজেই মনিটরিং করছি। কোনো অপরাধী ছাড় পাবে না।”