
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না। তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার বিষয় রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় নুরুল হক নুর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়, পরে কেবিনে স্থানান্তর করা হয়।